Answered 2 years ago
প্রয়োজন ছাড়া কোম্পানি কখনওই চাইবেনা অতিরিক্ত হার্ডওয়্যার যুক্ত করতে। কিন্তু এখনকার মিড থেকে হাই এন্ড স্মার্টফোন গুলো একটি মধ্যম মানের কম্পিউটারের চেয়ে কোনো অংশেই কম শক্তিশালী না। চলুন দেখি কেনো দিন দিন পাল্লা দিয়ে স্মার্টফোনের মেমোরি (র্যাম)-এর আকার বাড়ছেঃ
ডিসপ্লে-এর আকার এবং রেজিউলেশন বাড়ার কারণে বেশি ইনফরমেশন দেখানোর প্রয়োজন হচ্ছে আর যেগুলো র্যামের স্টোরেজ দখল করছে।
অ্যাপগুলো এবং গেইমগুলো আরো উন্নত হয়েছে ভিজুয়ালি।
অ্যাপগুলো ডায়ানামিক এবং রেস্ট এপিআই নির্ভর হচ্ছে।
অপারেটিং সিস্টেম উন্নত হচ্ছে এবং ফাংশনালিটি বাড়ছে।
তবে সবচেয়ে বড় কথা হলো র্যাম প্রয়োজন হলেই যে ইচ্ছামত বাড়ানো লাগবে ব্যাপার টা এমনও না। চাইলেই মেমরি অপটিমাইজেশন মাধ্যমে কম র্যাম ব্যবহার করেও স্মুদ পারফর্মেন্স দেয়া সম্ভব। এন্ড্রয়েড এদিক থেকে পিছিয়ে আছে এর কার্নেলের জন্য। অন্যদিকে আইফোন / আইপ্যাডের মেমরি ম্যানেজমেন্ট খুবি ভালো এবং তারা অ্যাপ ডেভলপারদের পুশ করে অ্যাপগুলোকেও অপটিমাইজ করার জন্য।
admin publisher