Answered 2 years ago
আমি আপনাকে হয়তো পার্মানেন্ট কিভাবে ইনকাম করবেন সেইটা আপাতত বলতে পারবোনা সেইটা আপনার নিজেই খুজতে হবে তবে শর্ট টাইমে যদি কিছু ইনকাম করতে চান তাহলে আমার কাছে একটা ওয়ে আছে বিগত মাসে আমি এখান থেকে ২০ হাজার টাকা পেয়েছি।আপনি হয়তো Google Drive Cloud storage এর সাথে পরিচিতো। সেখানে আপনাকে ১৫ জিবি ক্লাউড স্টোরেজ ফ্রিতে দেওয়া হয় ঠিক এমন একটা ক্লাউড স্টোরেজ এর নাম হচ্ছে Terabox.গুগল ড্রাইভের মত একটি ক্লাউড স্টোরেজ সাইট যেটি আপনাকে লাইফটাইম ১ টেরাবাইট ক্লাউড স্টোরেজ ফ্রি দিবে। সুধু এটাই শেষ না আপনি প্রতি রেফারের জন্য পাবেন 0.09$। লিমিট ২০০০$ পর্যন্তPayment prove last months:তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, সাপোর্ট সেন্টার আছে সেখান থেকে প্রতিনিয়ত আপডেট পাবেন।অফিশিয়াল টেলিগ্রামএইবার আসি কিভাবে আপনি ১ টেরাবাইট ক্লাউড স্টোরেজ & 0.09$ পাবেন।প্রথমত আপনাকে আপনার টেরাবক্স এ আপ্লোড করা যে কোন একটা লিংক একজন নিউ ইউজার এর কাছে শেয়ার করতে হবে, অন্যথায় আপনি ১ টেরাবাইট ক্লাউড স্টোরেজ এর যায়গায় ১০ জিবি ক্লাউড স্টোরেজ পাবেন।আপনি চাইলে আমার লিংক টা ইউস করতে পারেন।
TeraBox - Free Cloud Storage Up To 1 TB, Send Large Files Online
লিংক এ ক্লিক করার পর একটা ইমেজ ফাইল দেখাবে।এখানে save option অথবা view In terabox যে কোন অপশন আপনি চাইলে ইউজ করতে পারবেন। আমি Save অপশন ইউজ করেছি। কেনো Save অপশন এ ক্লিক করবেন নিচে বলা আছে।তারপর আপনাকে এই ইমেজের মত একটা পেইজ এ নিয়ে যাবে৷এখান থেকে যেকোন মেথড এ একাউন্ট খুলুন।মনে রাখবেন আমি যেই ফাইলটি আপনার কাছে শেয়ার করেছি এটি অবশ্যই Save অপশন এ ক্লিক করে আপনার ক্লাউডে সেভ করে রাখবেন ১ দিন পর্যন্ত। (ওরা ফাইল সেভ হলে রেফারেল কাউন্ট টাকে বেশি প্রধান্য দেয়)ব্যাস শেষ। এইবার যে কোন একটি ফাইল আপ্লোড করুন আপনার নিজের Terabox একাউন্ট এ। তারপর আমার মত করে প্রথম থেকে শেয়ার করুন।
Neha Khatun publisher