Answered 2 years ago
নিজের উপর অর্পিত দায়িত্বসমূহ যথাযথ ভাবে পালন করা/ পালন করার চেষ্টা করাকে দায়িত্বশীলতা বলে। নিজে ভাল থাকার জন্য দায়িত্বশীল হতে হবে। আমরা কিছু পাওয়ার ক্ষেত্রে সবার আগে নিজের কথা ভাবি আর কিছু দেবার বা করার ক্ষেত্রে অন্যের কথা ভাবি। কোন কিছুই আসলে নিজের বাইরে নয়। সার্কেল অফ লাইফের মতো জীবনের সকল দায়িত্বগুলোও সার্কেলের মতো। যদি পরিবারের জন্য/ সমাজের জন্য/ অন্য কারো জন্য কোন দায়িত্বপালন করেন , খেয়াল করে দেখুন ঘুরে ফিরে এর প্রভাবে আপনাকে কোন না কোন ভাবে সুখি বা দুখি করছে। তাই যা নিজের সাথে সম্পর্কিত তার প্রতি তো যত্নবান হতেই হবে।
antik publisher