দার্এশনিক এরিষ্টটল-এর শিক্ষক কে?

1 Answers   3.3 K

Answered 2 years ago

যদি ফোন কোম্পানির কথা বলেন তাহলে তারা নিজেদের ইচ্ছামত লাভ করতে পারে। কিছু কোম্পানি কম লাভ করে ফোন বিক্রি করে ( টেকনো/Infinix/Xiaomi) অন্যদিকে কিছু কোম্পানি লাভ বেশি করে ( Apple/Samsung) তবে এরা কিন্তু সার্ভিসও ভালো দেয়।

আর যদি বলেন দোকানদারের কথা তাহলে বাংলাদেশে অফিসিয়াল ফোন থেকে সর্বোচ্চ ১-২ হাজার টাকা লাভ করতে পারবেন। বিভিন্ন অনলাইন সাইটে অফার এর সময় কিনে পরে বিক্রি করলে বেশ ভালই লাভ হয়। অনেক সময় আরো কম লাভে দোকানদাররা ফোন ছেড়ে দেয়।

তবে আনফিসিয়াল ফোনের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে তারা অন্য দেশ থেকে ফোন চোরাই পথে নিয়ে আসেন। তাই দাম ইচ্ছামত রাখতে পারেন এক্ষেত্রে লাভ বেশি থাকে। প্রথম প্রথম তো ফোনের কেনা মূল্যের প্রায় দ্বিগুণ দামে তারা বিক্রি করেন। এই কয়দিন আগের কথা iphone 14 সিরিজ ১০০০ ডলার এর ফোন ২,০০,০০০ টাকায় বিক্রি করছিলেন তারা।

Rumman
rumman
292 Points

Popular Questions