দারাজ কিভাবে এতো কম দামে ভালো পণ্য বিক্রি করে?

1 Answers   2.2 K

Answered 2 years ago

প্রশ্নটি এরকম হবেঃ

দারাজ কিভাবে এতো বেশি দামে নিম্ন মানের পণ্য বিক্রি করে।

আর হ্যাঁ, দারাজের নিজস্ব কোনো পন্য নেই। এরা নিবন্ধনকৃত কিছু বিক্রেতার পন্য বিক্রি করে দেয় তাদের ওয়েবসাইটের মাধ্যমে। আর এসব প্রতারক বিক্রেতা তাদের ১০০০ টাকা দামের পন্য দেখায় ১৫০০ টাকা। সেখান থেকে ৪৫% off & 150% off নামক এক নাটক করে পণ্যের দাম কমায় ৫০০ টাকা। তখন আপনার আমার মতো অতি চালাক ক্রেতারা বলি বাহ্ এতো কম দামে পন্য। হুট করে অর্ডার প্লেস করি।

অবশ্য দারাজ পাকিস্তানে যখন যাত্রা শুরু করে তখন এর গুনগত মান ভালো ছিলো হয়তো। কিন্তু যখন আলিবাবা দারাজককে কিনে নেয়। তখন তারা প্রতারনা শুরু করে।

Rani Khatun
ranikhatun09
209 Points

Popular Questions