দারাজের মতো অ্যাপ তৈরির খরচ কত পড়বে?

1 Answers   11.6 K

Answered 2 years ago

ইতোমধ্যে অনুরূপ একটি প্রশ্নে যেমনটা বলেছি, দারাজের মতো কমার্শিয়াল অ্যাপ তৈরি করার খরচ হিসাব করতে গেলে অনেককিছু মাথায় নিতে হয়, আপনি কোন অঞ্চলে সার্ভিস দিবেন, মোটামুটি কতজনকে সার্ভিস দিবেন, এক্সট্রা কি কি ফিচার রাখবেন ইত্যাদি। শুধু অ্যাপ-স্কেলিটন তৈরিতে মোটামুটি ২/৩ লাখ টাকা ধরতে পারেন, আর কোন আনকোরা পাবলিক দিয়ে করালে হাজার পঞ্চাশ দিয়েও করে দিবে, কিন্তু কোয়ালিটিও আনকোরাই হবে।

অ্যাপ তৈরি করেই কিন্তু কাজ শেষ হয়ে যায়না—

অ্যাপ তৈরি হওয়ার পর আপনি যদি দারাজের মতো বড় কোম্পানি হন তাহলে প্রথমত আপনি একজন অভিজ্ঞ ইউআই ডিজাইনার দিয়ে অ্যাপ লে-আউট ইউজার ফ্রেন্ডলি করে নিবেন, এখানে আরও লাখ-খানিক বা তারও বেশি খরচ ধরে নিতে পারেন।

কোন জিনিস কোন অঞ্চলে কেমন জনপ্রিয়তা পাচ্ছে এসব ট্র্যাক করার জন্য ব্যাক-এন্ডে ডাটা অ্যানালাইসিস/মেশিন লার্নিং অ্যালগরিদম রান করার প্রয়োজন পড়বে। এগুলোর ইনিশিয়াল ডেভেলপমেন্ট খরচ দু'চার লাখ এবং মাসিক খরচ (সার্ভার বিল) একদম কম ধরলেও ২০ হাজার টাকায় গিয়ে ঠেকবে।

এরপর মার্কেটিং খরচের কথা তো না বললেই নয়, অনেকসময় ডেভেলপমেন্ট + ম্যানেজমেন্ট কস্ট থেকে মার্কেটিং কস্ট কয়েকগুন বেশি হয়ে যায়।

দারাজের অপারেশন বহুমুখি, ওদের এখন নিজস্ব ডেলিভারি মিডিয়াম আছে, প্রায় সব জেলায় ওয়্যারহাউস আছে, এগুলোর প্রত্যেকটার জন্যও আলাদা অ্যাপ্লিকেশন রয়েছে। যেগুলো কিনা আবার মেইন অ্যাপের সাথে অ্যাসোসিয়েটেড। কখন প্রোডাক্ট কালেক্টেড হলো, কখন পাঠানো হলো, কখন পৌছালো, প্রত্যেক স্টেপেই আলাদা অ্যাপ্লিকেশন রয়েছে, এমনকি ডেলিভারি পার্সোনেল যারা আছেন তারাও একটি অ্যাপ ব্যবহার করেন ডেলিভারি কনফার্ম করার জন্য। আপনি যদি এই সব বিষয়গুলো মাথায় নেন, তাহলে খরচ খুব সহজেই আট অঙ্কের ঘরে পৌছে যাবে!

Sheza Khan
shezakhan
552 Points

Popular Questions