Answered 2 years ago
যদি দাতঁ বেশি শিরশির না হয় তবে এগুলো কাজে আসবে। প্রথমে এক কাপ উষ্ণ গরম পানিতে আধা চা চামচ লবণ নিন। এই পানি দিয়ে কুলি করুন। লবণ পানি মুখের সব অংশে ছড়িয়ে গেলে ব্যথা হতে পারে। তবে কয়েক মিনিটের জন্য এই পানি মুখে রাখুন। এর পর ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দিনে ২ বার এটি করলে দ্রুত দাত শিরশির কমে যাবে।
একটি রসুন পেস্ট করুন। এর মধ্যে ২ – ৩ ফোটা পানি দিন। এবং সামান্য খাবার লবন দিয়ে দিন। আক্রান্ত দাঁতে সরাসরি পেস্টটি লাগান। কয়েক মিনিট এভাবে রাখুন। এর পর লবণ পানি দিয়ে মুখ কুলি করে ফেলুন। দিনে ২ বার এ কাজটি করলে আপনার দাঁত শিরশির একে বারে কমে যাবে।
imonrana publisher