দর্শন কিভাবে জীবনের সাথে সম্পর্কিত?

1 Answers   6 K

Answered 2 years ago

দর্শনের মূল বিষয়টিই হলো জীবন ও জগত কেন্দ্রিক ভাবনা। জীবন ও জগত রহস্যের মূলোৎপাটন করা। আমাদের জীবনের লক্ষ্য কি বা উদ্দেশ্য কি, আমরা কোথা হতে এসেছি এবং কোথায় আমাদের গন্তব্যস্হল, এই দৃশ্যমান জগতই আদি আদিম,অকৃত্রিম নাকি এর অন্তরালে আরেকটি শ্বাশত জগত বিদ্যমান এই সব বিষয়ই দর্শনের আলোচনার উপজীব্য বিষয়। তাই বলা যায়, জীবনের সাথে দর্শন সম্পর্কটা খুবই গভীর। এককথায় দর্শন মানেই হলো ভাবনা। সেটা হতে পারে নিজ অথবা জগত।🙂 ধন্যবাদ।।
Chayan
chayan
255 Points

Popular Questions