Answered 2 years ago
মাস্ক পরেই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবেন দক্ষিণ কোরিয়া ফুটবল দলের পোস্টারবয় খ্যাত প্লেয়ার সন হিউং মিন।
চলতি মাসের শুরুতে চ্যাম্পিয়নস লীগে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে বাম চোখে আঘাত পান সন। এরপরই তাঁর বিশ্বকাপে খেলা একরকম অনিশ্চিত হয়ে পড়ে।
চোট থেকে ফেরার পর অনুশীলনের সময় সন হিউংকে মাস্ক পড়ে মাঠে নামতে দেখা যায়। কিন্তু শেষ পর্যন্ত তিনি মাঠে খেলতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন ওঠে।
মাস্ক পরে খেলা ৩০ বছর বয়সী সনের জন্য অস্বস্তিকর হবে কি না এমন প্রশ্নও করেন অনেকে।
দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্তোর বক্তব্যে নিশ্চিত হওয়া যায় যে প্রথম ম্যাচ থেকেই সন হিউং মিনকে মাঠে পাবেন ভক্তরা।
অবশেষে মাস্ক পরেই তিনি খেলতে নেমেছেন।
rofiqahmed publisher