তোমরা যারা নাস্তিক, তারা কি জীবন সম্পর্কে তোমাদের প্ৰশ্নোত্তর পাও কিনা তা দেখার জন্য আল কুরআন সম্পূর্ণটা পড়ে দেখেছ?

1 Answers   6.7 K

Answered 2 years ago

যখন এই উত্তরটা লিখি, মূল প্রশ্ন ছিল: তোমরা যারা নাস্তিক, তারা কি তোমাদের প্রশ্নোত্তর পাও কিনা তা দেখার জন্য আল কুরআন সম্পূর্ণটা পড়ে দেখেছ?

'জীবন সম্পর্কে' কথাটি প্রশ্নকর্তা পরে জুড়েছেন । তাই নিচের উত্তরটিও মূল প্রশ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে লেখা ।

না, দেখিনি; একেবারেই পড়ে দেখিনি । তবে প্রশ্নোত্তর পাওয়ার কথা যখন তুলেছেন, আমার কিছু প্রশ্ন আমি এখানেই উত্থাপন করতে চাই এবং জানতে চাই সেগুলোর উত্তর কুরানে পাওয়া যাবে কিনা ।

১. অর্থনৈতিক বিকাশকে রোখবার চেষ্টা না করে বিশ্ব উষ্ণায়নের সমস্যার সমাধান কি সম্ভব? হলে কীভাবে?

২. কৃত্রিম বুদ্ধিমত্তা বা 'আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স' এর মানবসমাজে ভবিষ্যৎ কী? ডিপ নিউরাল নেটওয়ার্কের এলগরিদম কি ক্রমশঃ মানুষের বোধগম্যতার বাইরে চলে যাচ্ছে?

৩. স্ট্রিং থিওরির ভবিষ্যৎ কী? এটি কি আদৌ একটি ভৌততত্ত্ব হিসেবে কোনদিন প্রতিষ্ঠা পাবে?

এর কোনটারও উত্তর বা আলোচনা যদি কুরানে থেকে থাকে, জানাবেন । আগ্রহী রইলাম জানতে ।

আর হ্যাঁ, আমি নাহয় নাস্তিক বলে একটা ধর্মগ্রন্থ পড়িনি, আপনি কি আস্তিক হয়েও কুরানের বাইরে আর কোনো ধর্মগ্রন্থ পড়েছেন? যদি বলেন প্রয়োজন পড়েনি কারণ আপনার বইতেই সব লেখা আছে তাহলে আমারও যুক্তিটা বলে দিই— প্রয়োজন পড়েনি, কারণ আমার জীবনদর্শন আমি তৈরি করে নিয়েছি | আর আমার প্রশ্নের উত্তর কোনো ধর্মগ্রন্থে আছে কিনা সেব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান ।

বিঃ দ্রঃ প্রশ্নের অনুরোধকারী আমার প্রথম প্রশ্নের আংশিক উত্তর দিয়েছেন মন্তব্যে; তিনি জানিয়েছেন ইসলামী অর্থব্যবস্থার অনুসরণেই বিশ্ব উষ্ণায়নের সুরাহা সম্ভব | আমি যারপরনাই চমৎকৃত! কীভাবে তা তিনি অবশ্য প্রকাশ করেননি, তবে আশার আলো দেখতে পাচ্ছি ।

দেখা যাক, কে বলতে পারে কুরানে হয়ত এ.আই. আর স্ট্রিং থিওরির ভবিষ্যৎ নিয়েও লেখা আছে!


Khalid Rimon
khalidrimon
385 Points

Popular Questions