Answered 2 years ago
জীব মাত্রই মৃত্যু অনিবার্য। মৃত্যু সত্য।মৃত্যু আসবেই। শুধু নির্ধারিত সময়ের অপেক্ষা।
আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের স্পর্শ করবেই। (সুরা নিসা, আয়াত: ৭৮)
‘কেউ জানে না সে আগামীকাল কী উপার্জন করবে এবং কেউ জানে না তার মৃত্যু কোথায় ঘটবে। ’ (সুরা লোকমান, আয়াত : ৩৪)
সুতরাং, এই প্রশ্নের প্রশ্নকারী কিংবা উত্তরকারী কিংবা যারা জীবিত আছেন তারা একদিন মারা যাবেন এটি নিশ্চিত। তাই যে বিষয় নিশ্চিত সে বিষয়ে তো সকলের জ্ঞান থাকা আবশ্যক।
"তোমরা মরার আগে একবার মরো " বলতে এখানে বোঝানো হয়েছে আপনি আপনার জীবনকে দেখুন মৃত্যুর চোখ দিয়ে।
কল্পনা করুন, আপনি দুনিয়াতে আর নেই।চিরকালের জন্য পাড়ি দিলেন এক অচেনা জগতে, সেখানে আপনি শুধু একা এবং যেখানে আপনার দুনিয়ায় করে যাওয়া কর্মের হিসেব নেওয়া হচ্ছে। আর সে অনুযায়ী আপনি তার ফল ভোগ করতেছেন।
কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা সে দেখতে পাবে।আর কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও সে দেখতে পাবে।(সূরা যিলযাল, ৭-৮)
আপনার কৃত অনু পরিমান নেক কিংবা পাপ কাজের ফল আপনি সেখানে পাচ্ছেন। যে কাজ আপনি গোপনে করতেন সেটা প্রকাশ্যে সেখানে আপনাকে দেখানো হবে।
মহানবী (ﷺ) বলেন, “আমাদের এই আগুন জাহান্নামের সত্তর অংশের এক অংশ।” (বুখারী-মুসলিম)
জাহান্নামের আগুনের ভয়াবহতা এই হাদিস দিয়ে অনুধাবন করতে পারেন।
রাসূলুল্লাহ সাঃ বলেছেন— আল্লাহ বলেন, ‘আমি আমার পূণ্যবান বান্দাদের জন্য এমন সব নেয়ামত সামগ্রী তৈরি করে রেখেছি, যা কোনো চোখ কখনো দেখেনি; কোনো কানও তার বর্ণনা কখনো শুনেনি। তাছাড়া কোনো মানুষ কখনো তা প্রত্যক্ষ করেনি; কেউ কোনো দিন তা ধারণা করতে পারেনি।’ (বুখারি ও মুসলিম)
আর আপনি যদি জান্নাত লাভ করেন তবে আপনার জন্য রয়েছে আল্লাহর দেওয়া অশেষ নিয়ামত। যা আমাদের কল্পনার বাহিরে। কিন্তু আমরা দুনিয়ার ভোগ বিলাসে ব্যস্ত।
আল্লাহ বলেন—আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছু না।(সূরা আল আন'আম,৩২)
কিন্তু এই দুনিয়ায় এমন নেক কাজ রয়েছে যা এই দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে ( হোক সেটা বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের চেয়েও বেশি কিছু) তার চেয়ে উত্তম।
“ফজরের দুই রাকআত (সুন্নত) পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্তু অপেক্ষা উত্তম।” (মুসলিম ৭২৫নং, তিরমিযী)
সুতরাং আজ আপনি কাঁদছেন, কাল আমি কাঁদবো।। আজ আমার মা কাঁদছে, কাল আপনার মা কাঁদবে।। খুব অল্প সময়, ক্ষণিকের এই জীবন।
একদিন তো চলেই যাবো এই মায়ার পৃথিবী ছেড়ে। তাই অন্যের বিপদে পাশে দাঁড়ান, সে আপনার অপছন্দের হলেও। আপনার দলের না হলেও। আল্লাহ অবশ্যই আপনার পাশে দাঁড়ানোর জন্য অনেককে পাঠাবেন। মানুষের বিপদ এর কারণ হবেন না ।
মুমিনের মৃত্যুর প্রস্তুতিঃ-
মহানবী (সা.) বলেন, ‘তোমরা পাঁচ জিনিসকে পাঁচ জিনিসের আগে গনিমত (সম্পদ) মনে করো: ১. যৌবনকে বার্ধক্যের আগে, ২. সুস্থতাকে অসুস্থতার আগে, ৩. সচ্ছলতাকে অভাবের আগে, ৪. অবসরকে ব্যস্ততার আগে, ৫. জীবনকে মৃত্যু আসার আগে। ’ (মুস্তাদরিকে হাকিম, হাদিস: ৭৮৪৬)
sumona publisher