Answered 3 years ago
সমুদ্রে অনেক বেশি ঢেউ থাকলে , একে শান্ত করার জন্য ঐ সমদ্রে তেল ঢেলে দেয়া হয় । আসলে এখানে সমুদ্রকে শান্ত করতে, তরলের পৃষ্ঠটান ধর্মকে কাজে লাগানো হয়। সমুদ্রে তেল ঢালা হলে ,প্রথমে এই ভাসমান তেল ঢেউ এর সাথে সামনের দিকে যেতে থাকে ,ফলে পেছনের দিকে পরিষ্কার পানি থেকে যায়। আর তেল মিশ্রিত পানির পৃষ্ঠটান অপেক্ষা পরিষ্কার পানির পৃষ্ঠটান বেশি ।ফলে এই বর্ধিত পৃষ্ঠটান পরিষ্কার পানিতে বড় আকারের ঢেউ তুলতে বাধা দেয় ।আর এতে করেই, সমুদ্রের অশান্ত ঢেউ শান্ত হয়ে যায়।
imonrana publisher