Answered 2 years ago
ডিজেল, পেট্রোল বা যেকোনো তেল যখন ট্রাকে করে নেওয়া হয় তখন ট্রাকের ঝাঁকুনির ফলে তেল ট্যাংকের এদিক সেদিক দুলতে থাকে, যেমন ধরুন একটি বোতলে পানি নিয়ে সেটিকে ঝাঁকি দিলে পানি যেরকম গড়াগড়ি খেতে থাকে সেরকম তেলও ট্যাংকের ভিতর গড়াগড়ি খেতে থাকে। যার ফলে ট্যাংকের সাথে তেলের ঘর্ষণজনিত কারণে আধান (চার্জ) সৃষ্টি হয়। এভাবে সৃষ্ট আধানের ফলে তেল যে ট্যাংকে রাখা হয় সেখানে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়ে থাকে এবং যদি এমনটা হয় তাহলে পেট্রোলে আগুন ধরে যাবে। এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য ট্রাকের পিছনে ধাতব শিকল ঝুলিয়ে দেওয়া হয় যাতে উৎপন্ন তড়িৎ এই শিকলের মাধ্যমে ভূমিতে চলে যাবার পথ তৈরি হয়।
riyazulislam publisher