Answered 2 years ago
এটা একটা ফালতু কথা।
ভর্তি পরীক্ষায় যেকোন কারণেই খারাপ পরীক্ষা এবং ফলাফল হতে পারে। দুৰ্ভাগ্যবশত কেউ ভর্তি পরীক্ষায় সুযোগ না পেলে সেটা নিয়ে আক্ষেপ না করে রুয়েট , চুয়েট , কুয়েট বা শাবিপ্রবি -তে ভর্তির ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত যদি ইঞ্জিনিয়ারিং পড়া কারও লক্ষ্য হয়।
আমি নিজে বুয়েটের ছাত্র ছিলাম। বুয়েট নিয়ে মোহ শুধু দেশের মধ্যে, জীবনে সফল হওয়ার জন্য প্রয়োজন একটাই -
নিজের প্রিয় কাজ খুঁজে বের করুন এবং ধারাবাহিক চর্চার মাধ্যমে সেটিতে অত্যন্ত ভালো হয়ে উঠুন। ব্যস এটুকুনই !
আপনি কোন সাবজেক্টে পড়লেন এবং সেটাতে কতটুকু সফল হলেন পৃথিবী সেটাই দেখতে চায়। আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে আদৌ চান কিনা এবং চাইলে সেটা কোন বিষয়ে এটাই আসল প্রশ্ন হওয়া উচিত।
বর্তমানে সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানও ইঞ্জিনীরিং স্কুল হিসেবে নাম কুড়িয়েছে।
নিজের লক্ষ্য রাখুন উঁচুতে , এবং নিষ্ঠার সাথে পরিশ্রম করে যান ; সাফল্য আপনার হাতের মুঠিতে থাকবে।
debjit publisher