Answered 2 years ago
তৈরী যে একেবারেই হয়নি এমনটা নয়। টিভিতে ভক্স মোবাইলের এড দেখেছিলাম। তাদের ৪ সিমের মোবাইল ছিলো।
এখন প্রশ্ন হলো সেটা প্রচলিত হলো না কেন? এটার মূল কারণ তার কোন প্রয়োজন নেই। একটা কোম্পানি যখন নতুন কিছু বাজারে আনে প্রথমেই তার মার্কেট ডিমান্ড দেখে। মার্কেটে ডিমান্ড নেই বলেই কোম্পানি গুলো এধরণের ফোন বাজারে আনে না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই একটা সিম নিজের অন্যটা হয়তো চাকুরীর কাজে লাগে। অথবা আমার মতো একটা কল করার জন্য আরেকটা নেট ব্যাবহারের জন্য দুটো সিমের প্রয়োজন হয়। কিন্ত তৃতীয় সিমের প্রয়োজন আর হয় না। এছাড়া, বেশি সিম থাকলে ব্যাটারি খরচ বেশি। মোবাইলে বেশি জায়গা লাগবে ফলে মোবাইল আরো পুরু হবে। ইত্যাদি অনেক কারনেই কোম্পানিগুলো ৩ বা ৪ সিমের ফোন বাজারে আনে না।
rofikulislam publisher