Answered 2 years ago
অবশ্যই হবে। দশ ফুট এর দেওয়াল এর মাঝে আপনাকে একটা পাতলা বিম দিতে হত। অথবা একটা পাতলা কংক্রিট ব্যান্ড দিতে হত ২০০ মিলিমিটার এর মতন। এতে আপনার দেওয়াল টি কোনো আকস্মিক লোড এর কারণে ভেঙে না যায় সম্পূর্ন। অথবা ভূমিকম্প ( প্রাকৃতিক অথবা কৃত্রিম) এর কারণে দেওয়ালে ফাটল সহজে না ধরে। সাধারণত ১২০০ থেকে ১৫০০ দেওয়াল গাঁথার পর মাঝে পাতলা করে একটা বিম দেওয়া দরকার। আমরা সেটাকে জানালার লেভেল এ ২০০০ মিলিমিটার এর পর সাধারণত দেই।।
dorududdin publisher