Answered 2 years ago
পৃথিবীতে যাবতীয় তাপের প্রধান উৎস হল সূর্য। কিন্তু পৃথিবীর সর্বত্র উষ্ণতার পরিমাণ সমান নয়। অক্ষাংশ অনুসারে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ঘটে বলে উষ্ণতারও তারতম্য হয়। পৃথিবীর আকৃতি গোলাকার বলে এক একটি নির্দিষ্ট উষ্ণতা যুক্ত অঞ্চল পৃথিবিকে বলয়ের আকারে বেষ্ঠন করে আছে। এদের তাপমন্ডল বলা হয়। সারা বছর ধরে ভূপৃষ্ঠের প্রাপ্ত সূর্যালোকের পরিমাণ ও সূর্য রশ্মির আপতন কোণের ভিত্তিতে অক্ষাংশের সাহায্যে পৃথিবীকে প্রধান তিনটি তাপমন্ডলে বিভক্ত করা হয়।
hasan269 publisher