Answered 2 years ago
সূর্য যেহেতু পৃথিবীর তাপ শক্তির মূল উৎস, সূর্যের তাপে সর্বদাই পৃথিবীর জলাশয় গুলি থেকে জলীয় বাষ্প সৃষ্টি হয়ে বায়ুমণ্ডলে মিশছে। বায়ুমণ্ডলে মিশে থাকা এই জলীয় বাষ্পই বায়ুর আর্দ্রতা নামে পরিচিত। গ্রীষ্মকালে তাপমাত্রার পরিমাণ বেশি থাকায় বাষ্পীভবন বেশি হয় ফলে বায়ুতে আর্দ্রতার পরিমানও বৃদ্ধি পায়।
lionahmed publisher