তাড়াতাড়ি বিয়ে করা কি ভালো নাকি দেরিতে করা?

1 Answers   2.4 K

Answered 2 years ago

তাড়াতাড়ি বিয়ে করা ভালো। কিন্তু বর্তমান যুগে এমন এক ট্রেন্ড এসেছে যে ছেলেদের চাকরি পাওয়ার আগে বিয়ে করা যাবে না। একটা ছেলে অনার্স পাশ করে চাকরী পেতে পেতে প্রায় ৩০ বছর। এই যে এই দীর্ঘ সময় যে সময়টায় সবচেয়ে বেশি শারীরিক চাহিদা থাকে। আর এই শারীরিক চাহিদা মেটাতে ছেলেরা প্রেমসহ সকল প্রকার ফেতনা ও যিনার কাজ এ জড়িয়ে পড়ে। আর বিয়ে করলে প্রথমত আপনি এইসব যিনার থেকে অন্তত দূরে থাকতে পারবেন। ইসলামেও দ্রুত বিয়ের কথাই বলা হয়েছে। আর একটা কথা সমাজ বলে যে, বেকার ছেলে বিয়ে করে বঊরে খাওয়াবি কি। বিয়ে টা করুন রিজিকের ব্যবস্থা করার মালিক আল্লাহ।

Rasel Rana
raselrana343
383 Points

Popular Questions