তমাল হাদিউল কে?

1 Answers   1.6 K

Answered 2 years ago

তমাল হাদিউল (হিমাদ্রিত) একজন বাংলাদেশি গায়ক, গিতীকার, সুরকার এবং সংগীত পরিচালক। তিনি ঢাকা বিভাগের ফরিদপুর জেলায় ২০০২ সালের ২৪ অক্টবর জন্মগ্রহণ করেন। বাংলাদেশের বিখ্যাত রেকর্ড লেবেল সাউন্ডটেকের সর্বকনিষ্ঠ সংগীতশিল্পী। ২০২২ সালের ৩ সেপ্টেম্বর সাউন্ডেক রেকর্ড লেবেল থেকে তার প্রথম এলবাল তুমিও বিষাক্ত প্রকাশিত হয়। গানটির রহস্যময় গল্পের মিউজিক ভিডিওর জন্য বিশেষ পরিচিতি লাভ করেছে। ২০১৬ সাল থেকে তার সংগীত জীবনের সুচনা ঘটে। তমাল হাদিউলের জন্ম-নাম হাদিউল ইসলাম তমাল। ২০১৪ সালের ১৭ নভেম্বর কোনো বিশেষ কারনকে কেন্দ্র করে তার নামকরণ করা হয় হিমাদ্রিত, যা পরবর্তীতে তার ছদ্মনাম হিসেবে পরিচিত পায়।

Tasnim Ahmed
tasnimahmed
549 Points

Popular Questions