Answered 2 years ago
খুঁজলে পাবেন ।তবে ব্যবসা করাটা আমি আগে খারাপ চোখে দেখলেও এখন মনে হয় ব্যবসা করা খারাপ না । রিসেন্টলি ফ্রেন্ডরা বাসা নিছিলাম । যাতে কোনো ব্যবসায়ীর পাল্লায় না পড়তে হয় । আমার অভিজ্ঞতা শেয়ার করি ।
ঢাকা শহরে ব্যাচেলর আছেন মানে ৫ জনে ১ জন থাকবে চোর , বা টাকা মেরে খাবে । তার ফ্যামিলির অবস্থা যেমনি হোক । আমি যেহেতু নর্থ সাউথে পড়ি , আমার এখানে যারা ছিল সবাই নর্থ সাউথের , আর এখানে কারো ফ্যামিলির অবস্থা খারাপ না । তাও প্রতি মাসে কারো অভাব লেগেই থাকত , বলত টাকা নাই এই সমস্যা ওই সমস্যা । যদিও সে বাইক কিনছে কয়েকদিন আগে কিন্তু এখনও ২ মাস আগের বাসা ভাড়ার টাকা দিতে পারে নাই । বাসায় বলে টাকা থাকে না ।
আপনি যদি বাসার দ্বায়িত্ব নেন , সেখানে আপনার লস যাবে । তো কি দরকার নিজের খেয়ে বনের মেষ তাড়ানো । ঢাকায় মেস নিলে ব্যবসা না করলেও অন্যদের থেকে অতিরিক্ত টাকা রাখা উত্তম ।
thenh publisher