Answered 2 years ago
অনেক জায়গাই আছে।ঢাকার আশেপাশে ঘুরে দেখার মতো জায়গার অভাব নেই।নিচে কিছু জায়গার নাম উল্লেখ করা হলো।
১. সোনারগাঁও
২. বারদী মন্দির, সোনারগাঁও
৩. ষাইট্টা বটগাছ, ধামরাই
৪. বিরুলিয়া জমিদার বাড়ি, সাভার
৫. গোলাপ গ্রাম, বিরুলিয়া
৬. হাজীগঞ্জ দূর্গ, নারায়ণগঞ্জ
এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নারায়ণগঞ্জের অনেক জায়গা আছে যেখানে আপনি অনায়াসেই সাইকেল নিয়ে ঘুরে আসতে পারবেন।
Ripon Ahmed publisher