ঢাকা মেট্রোপলিটন পুলিশ অ্যাপ-এর বিষয় আপনার কী মতামত ?

1 Answers   11.3 K

Answered 2 years ago

এটি যখন করা হয়েছিল তখন বেশ সাড়া পড়েছিল, বুয়েটের দুজন কম্পিউটার ইঞ্জিনিয়ার নামমাত্র মূল্যে স্রেফ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এটি করে দিয়েছিলেন।ওরা তারিক এবং তন্ময়, আমি উত্তরা থাকাকালে ওরাই এটা তৈরি করার প্রস্তাব নিয়ে আসে। পঞ্চাশ হাজারেরও বেশি নাগরিক এটি ব্যবহার করেছেন, বহু অপরাধ দমনে এই এ্যাপ সহায়তা করেছে। বেনজির আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে (সাবেক পুলিশ কমিশনার), নিশারুল আরিফে স্যারের অনুমোদনে (সাবেক ডেপুটি কমিশনার-উত্তরা) এই এ্যাপটি বাংলাদেশের যে কোনও সরকারী সংস্থার তৈরি প্রথম এ্যাপ। এর সাথে জড়িত থাকতে পেরে আমি গর্বিত।


Ahmed Tahsan
ahmedtahsan
305 Points

Popular Questions