Answered 3 years ago
বাংলাদেশীদের মধ্যে এই অহংকারটা অযাচিত ভাবেই বেশী।আমি নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছি, কলেজে থাকতেই দেখতাম বেশ কিছু ছেলের কাজই ছিলো কলেজ কে নিয়া যত প্রকার শো অফ করা যায় তাতে ব্যাস্ত থাকা,হোক সোশ্যাল মিডিয়াতে অথবা বাস্তব জীবনে, কলেজের ব্যাপারে কোন ভিন্নমত ও তারা সহ্য করতে পারতোনা এবং যৌক্তিক তর্কের বদলে ঝগড়া শুরু করে দিত,এ বছর আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ ভর্তি হয়েছি, আমার অনেক বন্ধুই সুযোগ পেয়েছে,এবং সাথে সাথে তাদের আচরণ পাল্টে গেছে, অনেকেই এখম প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোকে ছোট করে,ক্লাস শুরু হয়ার আগে তাদের পা মাটিতে পড়ে না
bivorshaim publisher