ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ভেতরের পরিবেশ কেমন?

1 Answers   6.4 K

Answered 2 years ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কালীন তিনটি হলের একটি জগন্নাথ হল। এই হল মুসলীম ব্যতীত অন্য সকল ধর্মের ছাত্রদের আবাস। বিশাল বড় মাঠ, নান্দনিক পুকুর, ৪ টা বড় বিল্ডিং সহ নির্মাণাধীন রবীন্দ্র ভবন যেগুলো এই হলকে ঢাবির সবচেয়ে বড় হলের মর্যাদা দিয়েছ। সিট নিয়ে আপনার কোন টেনশন নাই, কোনরকমে ১ম বর্ষ পার করতে পারলে চাকুরী করার আগে পর্যন্ত আপনি হলে থাকতে পারবেন। জগন্নাথ হলে আপনি শক্ত একটা বন্ডিং পাবেন যা অন্য হলে পাবেন না। আর রাজনীতির ক্ষেত্রে এখন জগন্নাথ হল সেরা, সেন্ট্রাল ছাত্রলীগের সেক্রেটারি, ঢাবির সভাপতি জগন্নাথ হলের। একটা নেগেটিভ কথা বলি সেটা হল ভারত-বাংলাদেশের খেলা হলে এই হলের অনেকেই প্রকাশ্যে ভারতের সাপোর্ট করে যেটা খুবই খারাপ দেখায়। আপনি বাংলাদেশের মাঠ-ঘাঠ, আলো-বাতাসে বড় হয়েছেন। এই দেশকে ভালবাসবেন। ধন্যবাদ।।

Huraira Faika
Hurairafaika
436 Points

Popular Questions