ঢাকায় সাশ্রয়ী ভাড়ায় সম্পূর্ণ নিরাপদে গার্লফ্রেন্ডের সাথে সময় অন্তরঙ্গ সময় কাটানোর কোনো হোটেল আছে? আমি এবং আমার গার্লফ্রেন্ড দুইজনই প্রাপ্তবয়স্ক।

1 Answers   12.7 K

Answered 2 years ago

প্রাপ্তবয়স্ক হলেই গার্লফ্রেন্ড কে নিয়ে হোটেলে যেতে হবে? এই শিক্ষা আপনাকে দিয়েছে? আপনার বাবা মা? বন্ধু? আত্মীয়স্বজন? না স্কুল কলেজের শিক্ষকরা? আপনার বোনকে নিয়ে কেউ যদি আবাসিক হোটেলে গেলে আপনার ভালো লাগবে? শুনুন মানুষ হন। একজন ভালো মানুষ। মানবিক মানুষ। সহজ সরল ভালো মানুষ। মন্দ কাজ থেকে দূরে থাকুন। অপরাধবোধ থেকে দূরে থাকুন।

যদি আবাসিক হোটেলে যেতেই হয় তাহলে বিয়ে করে বউ নিয়ে যান। যে মেয়ে আপনার সাথে হোটেলে যেতে রাজী হয়েছে, সে- অবশ্যই নীচু মানসিকতার মেয়ে। তার জ্ঞান, লেখাপড়া এবং পরিবার অশিক্ষিত। একটা ভালো পরিবারের ছেলে/মেয়ে কখনও বিয়ের আগে কোনো ছেলে/মেয়ের সাথে হোটেলে যাবে না। নো নেভার। এটা কোনো মহৎ কর্ম নয়। আগে নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলুন। তাহলে আর সস্তার হোটেল খুঁজে বেড়াতে হবে না।

যাইহোক, এবার আপনার প্রশ্নের উত্তর দেই। কমদামী হোটেলে ভুলেও যাবেন না। বিপদ আসতে কতক্ষন? ধরা খেলে মানসম্মান সব যাবে। আর একবার মানসম্মান গেলে সারা জীবন কাঁদতে হবে। ভেবে দেখুন একটা ভুলের জন্য আপনাদের সারা জীবন কাঁদতে হবে। কাজেই ভালো হোটেলে যাবেন। কোনো রিস্ক নেই। পূর্বানীতে যাবেন। ৮ হাজার টাকা লাগবে। এটাই সবচেয়ে কম রেট। এটা বাংলাদেশ। ইউরোপ নয়। কাজেই প্রাপ্তবয়স্ক হলেই আপনি যা খুশি তা করতে পারেন না। আপনাদের ভুলের কারনে আপনাদের পরিবারের মানসম্মান চলে যেতে পারে।


Tasnim Ahmed
tasnimahmed
549 Points

Popular Questions