ঢাকায় এত বরিশালের লোক কেন?

1 Answers   3.2 K

Answered 2 years ago

ঢাকায় বরিশাল, নোয়াখালি, চাঁদপুর, মাদারিপুর, পটুয়াখালী, শরিয়তপুর, ফরিদপুর এই অঞ্চলের লোক বেশি আসে। কারন ওসব অঞ্চলে দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ হওয়ার কারনে শিল্প গড়ে ওঠেনি এবং টেকসই কোন পেশা নেই। ফলে উন্নত শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের তাগিদে ওসব অঞ্চলের মানুষ ঢাকায় পাড়ি জমায়। আবার যেসব অঞ্চলে স্থানীয় পর্যায়ে একটা স্ট্যাবল ও টেকসই বাজার ব্যবস্থা ও অর্থনীতি আছে সেসব অঞ্চলের মানুষ ঢাকায় কম আসে। যেমন সিলেট, চট্টগ্রাম।
Alia Khatun
Alia Khatun
553 Points

Popular Questions