Answered 2 years ago
দেখুন ঢাকাতে এক কোটি টাকার ফ্লাট আছে আবার ৩৫ লাখ টাকার ফ্লাটও আছে। কথা হচ্ছে আপনি ফ্লাট কোন এলাকায় কিনবেন? কত স্কয়ার ফিটের কিনবেন? ধানমন্ডি বা গুলশান এলাকায় একটি ফ্লাটের দাম এক কোটি টাকা। এক কোটি টাকার উপরেও ফ্লাট আছে। আবার ধরুন, নন্দীপাড়া, গোড়ান, বেড়িবাধ ইত্যাদি এলাকায় ৩৫ থেকে ৪০ লাখ টাকায় ফ্লাট পাবেন। নতুন ফ্লাট বাড়ি গুলোর প্রধান সমস্যা হলো গ্যাস লাইন নেই। সিলিন্ডার ব্যবহার করতে হয়।
riyazulislam publisher