Answered 2 years ago
আলহামদুলিল্লাহ,না! চান্স পাওয়া খুব আহামরি কঠিন কিছু না। সব প্রশ্ন এসেছে বই থেকে,বই পড়া থাকাই এনাফ। এছাড়া জানতে হবে এক্সাম হল স্ট্র্যাটেজি। ভাইভায় মানার দেখে। আমাকে ২টা সাধারণ জ্ঞান জিজ্ঞাসা করা হয়েছিল,পারিনি। তাও আল্লাহর দয়ায় চান্স হয়েছে। উপরন্তু ভাগ্যও বড় বিষয়। ভালো পড়াশোনা অবশ্যই করতে হবে,সাথে ভাগ্যও থাকতে হবে,কারণ সিট ১৮০০। নিয়মানুযায়ীই অনেকে বাদ যাবে ভালো হয়েও।
- নটর ডেম কলেজ,ব্যাচ ২০২৩
Sagor Ahmed publisher