ঢাকার কোথায় মেয়ে নিয়ে ঘুরা যায়?

1 Answers   10.9 K

Answered 2 years ago

ঢাকার শহরে আপনি সব জায়গাই মেয়ে নিয়ে ঘুরতে পারবেন তবে যেসব জায়গায় আপনি আপনার সঙ্গী নিয়ে ঘুরে ভালো লাগবে তা হলঃ-

১. টি এস সি (ঢাকা বিশ্ববিদ্যালয়) — কম খরচে একটা সুন্দর দিন কাটানোর জন্য টি এস সি খুবই ভালো জায়গা। এখানে হরেক রকম চা সহ, মাশরুমে চপ এবং অন্যান্য ভাজাপোড়া আইটেম, ফুসকা, হাকিম চত্বরের হালিম আর জুস, শ্যাডোর লেবুর শরবত আর লুচি ডাল, ফলের ভর্তা এছাড়াও নানা রকম খাদ্য গ্রহন করতে পারবেন স্বল্প খরচে।

২. ধানমন্ডি লেকঃ শহুরে এই যানজট থেকে আড়াল হতে হলে, প্রাকৃতিক পরিবেশে ঘুড়ে বেড়ানোর জন্য ঢাকার মধ্যে ধানমন্ডি লেক সব থেকে উপযুক্ত। বিশাল এরিয়া জুড়ে এই লেক যুগলবন্দীদের ঘুড়ে বেড়ানোর একটা পছন্দের জায়গা। এছাড়াও এখানে আছে ডিঙ্গি নৌকা যা দিয়ে লেকে পানিতে সময় কাটাতে পারবেন এবং অন্যান্য খাবার দাবার তো আছেই।

৩. বেইলি রোডঃ যদি street food এর সাথে কিছু ভালো রেস্টুরেন্টের খোজ করা হয় তাহলে অবশ্যই আপনার গন্তব্য হবে বেইলি রোড। এছাড়াও বেইলি রোড পেরিয়ে সামনেই মিন্টুরোড ও রমনা রয়েছে যা নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য অসাধারণ।

৪. খিলগাঁওঃ আপনার যদি একান্তই ভালো কোন খাবারে দোকান দরকার পড়ে সেক্ষেত্রে খিলগাঁও সব থেকে ভালো হবে, তবে খরচ তুলনামূলকভাবে বেশি।



Sohanur Rahaman
shuhanur0575
171 Points

Popular Questions