Answered 2 years ago
ডোমেইন ইংরেজি শব্দ যার বাংলা অর্থ স্থান বা ঠিকানা। তবে এতটুকু বললে অনেকের বুঝতে সমস্যা হবে। তাই এই বিষয়ে বিস্তারিত তথ্য দিলাম। সেইসাথে হোস্টিংয়ের বিষয়টিও চলে আসে। ডোমেন- হোস্টিং কথাটি ওতোপ্রোতভাবে জড়িত।
আশা করি এই লেখা পড়লে ডোমেন হোস্টিং কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।
ডোমেন হোস্টিং কি? (বিগিনার)
অনেকেই যারা নতুন তারা বুঝতে পারেন না ডোমেন হোস্টিং আসলে কি এবং কি কাজে লাগে?
সংক্ষেপে বলতে গেলে ডোমেন হল একটি ঠিকানা বা নাম সদৃশ। কাউকে একটি নির্দিষ্ট নামে ডাকা যেমন তার পরিচয় তেমনি অনলাইনে ডোমেনের মাধ্যমে ওয়েবসাইটের পরিচয় প্রকাশ পায়। তবে ওয়েবসাইটের এই ডোমেন এর বেশ কিছু এক্সটেনশন রয়েছে।
উল্লেখ্য, ডোমেন নামটি হয়তো সম্পূর্ণ ইউনিক হবে নয়তো এক্সটেনশনের দিক থেকে ইউনিক হবে।
কিছু জনপ্রিয় এক্সটেনশন হলো- .com, .net, .info, .org, .me .shop ইত্যাদি।
যেমন আপনার নামের সাথে যদি .com সংযুক্ত করা হয় সেটা হলো একটি ডোমেন। এখন আপনার নামটি কমন নাম হওয়ায় অন্য কেউ তার নিজের নামে .com নিয়ে নিয়েছে। তাই আপনি আর এই নাম দিয়ে .com নিতে পারবেন না। আপনি যদি .net দিয়ে খালি পান তাহলে .net দিয়ে ডোমেন নিতে পারবেন।
তো বুঝতে পারলেন আপনার ডোমেনটি ইউনিক নাম না কিন্ত এক্সটেনশনের দিক থেকে ইউনিক।
এখন আসি হোস্টিংয়ের বিষয়টি নিয়ে। উদাহরণ স্বরূপ বলা যায় আপনার কম্পিউটার হলো একটি হোস্টিং এখানে আপনি ছবি, ভিডিও, অডিও রাখতে পারেন এবং কম্পিউটার খোলে যখন ইচ্ছা দেখতে পারেন।
কিন্ত আপনি যদি আপনার বন্ধুকে যে দেশের বাহিরে থাকে তাকে বলেন আপনার কম্পিউটারটিত ঢুকতে সে কি তা পারবে?
না, পারবে না। কিন্ত আপনার কম্পিউটারের সকল ফাইল যদি ইন্টারনেটে থাকে তাহলে ঠিকই ঢুকতে পারবে। এটািই হলো হোস্টিং কনসেপ্ট।
সহজ ভাষায় আপনার জন্য বরাদ্দ একটি অনলাইন কম্পিউটার যেটি বিশ্বের যে কোন জায়গা থেকে ঢোকা যায় এবং ২৪ ঘন্টা সচল থাকে। আর যে নামের মাধ্যমে আপনার নির্দিষ্ট কম্পিউটারটিতে ঢুকবে সেটিই হলো ডোমেন।
সুতরাং বলা যায় একটি ওয়েবসাইটের মধ্যে সংযোগ স্থাপন করে ডোমেন এবং হোস্টিং।
সুতরাং, আপনি যদি একটি ওয়েবসাইট খুলতে চান আপনাকে একটি ডোমেন নাম রেজিস্ট্রার করতে হবে। আপনার ওয়েবসাইটে যে সব ফাইল থাকবে তা রাখার জন্য হোস্টিং নিতে হবে।
ডোমেন হোস্টিং এবং ওয়েবসাইট সংক্রান্ত আরো বিভিন্ন বিষয়ে টিপ্স, ট্রিক্স এবং গাইডলাইনস সম্পর্কে জানতে এই কমিউনিটিতে যুক্ত হতে পারেন। Domain Hosting & Web Solution
ধন্যবাদ।
rahdulislam publisher