Answered 2 years ago
ছোট্ট একটা সমস্যা সমাধানের জন্য ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে ঘাটাঘাটি করেও অনেকসময় সমাধান না পাওয়া, মাইক্রোসফট এক্সেলের মত পাওয়ারফুল স্প্রেডশীট প্রোগ্রাম না পাওয়া (আমার প্রচুর ব্যবহার করতে হয়), এডোব ফটোশপের মত কোন প্রোগ্রাম না পাওয়া, প্রায় সকল কাজের জন্য ইন্টারনেটের উপর অতি নির্ভরশীলতা (যদিও এখন এটা সমস্যা মনে হয় না), এমএস ওয়ার্ডের অনেক ফাইল Open office/Libre Office এ ঠিক ঠাক মতো না দেখানো, কারণ অন্যের তৈরী করা কাজে অনেকসময় হাত দিতে হয় (যদিও যারা সবসময় লিনাক্স ব্যবহার করে এটা তাদের জন্য এটা কোন সমস্যা না), এ ছাড়াও আরও অনেক বিষয় যা এখন মনে করতে পারছি না।
আমার পিসিতে লিনাক্স মিন্টের একটি ভার্সন ইনস্টল করা আছে, অনেক দিন ধরেই আছে, মাঝে মাঝে ঘুরে আসি। তবে নির্দিষ্ট কোন কারণ না থাকলে লিনাক্স ব্যবহারের কোনো মানে দেখি না। আমার কাছে পুরোটাই সময় নষ্ট বলে মনে হয়। হলে থাকতে অনেক বন্ধুকে দেখেছি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে লিনাক্স ইনস্টল করতো পরে ধৈর্য হারা হয়ে আবার উইনডোজ। মাঝখানে শুধু মূল্যবান সময় নষ্ট। যারা লিনাক্সের ভক্ত তারা হয়তো পাইরেসির বিষয়টি সামনে এনে দাড় করাবেন। কিন্তু লিনাক্সে অভ্যস্ত হওয়ার জন্য আপনাকে যে সময় ও শ্রম দিতে হবে তার আর্থিক মূল্য দিয়ে আপনি উইনডোজের অনেক লিগ্যাল সিডি কিনতে পারবেন, বাকিটা ব্যবহারকারীর ইচ্ছা। তাছাড়া আমাদের ক্রয় যোগ্যতা নিশ্চয়ই এখন আর আগের মতো নেই যে, ৩৫-৪০ হাজার টাকা দিয়ে একটি পিসি কিনলাম আর কয়েক হাজার টাকা দিয়ে একটি বৈধ সিডি কিনতে পারব না। আসলে মাগনা (পাইরেটেড) পাইতো তাই কেউ এর ধার ধারে না।
talhasetu publisher