ডিজিটাল স্ট্রিমিংয়ের যুগে, মুভি থিয়েটারগুলি কি এখনও প্রাসঙ্গিক?

1 Answers   8 K

Answered 2 years ago

হ্যাঁ প্রাসঙ্গিক।

কেন প্রাসঙ্গিক

কারণ সিনেমা হলে বসে সিনেমা দেখাটর USP বা মূল আকর্ষণ হচ্ছে movie theater experience।

আপনি বলবেন experience, মানে অভিজ্ঞতা… কিরকম?

ঠিক যেরকম যতই টিভিতে সরাসরি সম্প্রচার করা হোক না কেন ফুটবল, ক্রিকেট, টেনিস স্টেডিয়ামে বসে দেখার যে উন্মাদনা, যে আনন্দ হাজার-হাজার মানুষের সান্নিধ্যে বসে ঐক্যবদ্ধ আবেগ, যাকে বলে collective emotion সেই মজা কি টিভিতে খেলা দেখে পাওয়া যায়?!

যায় না!

ঠিক সেরকমই বন্ধুবান্ধবদের সাথে হোক, পরিবারের সাথে হোক বা বান্ধবীর সাথে হোক… বড়পর্দায় সিনেমা দেখাটা একটা অভিজ্ঞতা।

বিশেষত এমন সিনেমা যার মূল ‌আবেদন visual effects, প্রযুক্তি, কলাকৌশল , একটি অতিরঞ্জিত বা larger than life বস্তুকে ফুটিয়ে তোলা তা বড়পর্দাতেই মানায় ভাল।

সাই-ফাই সিনেমা যেমন জুরাসিক পার্ক, গডজিলা, ট্রান্সফর্মার্স বা যুদ্ধ সম্পর্কিত সিনেমা অথবা যেমন লর্ড অব দ্য রিংস, বাহুবলী ইত্যাদি ছোটপর্দার চেয়ে বড়পর্দায় ‌অনেক বেশি আবেদনময়।

এবং সেই অভিজ্ঞতা শুধু সিনেমার মধ্যে সীমাবদ্ধ নয়। পপকর্ন, ঠান্ডা পানীয়, গরম প্যাটিস, বিশেষ কারো হাত ধরে বসে কোন আবেগী সিনেমা দেখা… হরর সিনেমায় ভয় পেয়ে মা’র হাত আঁকড়ে ধরা এইসব মুহূর্ত গুলি ওটিটি দিতে পারবে না…

আবার টানটান উত্তেজনার গল্প যা নাওয়াখাওয়া ভুলে আপনাকে বসিয়ে রাখবে অথচ গপ্প এমন সে শিল্পের দর্শক টানার ক্ষমতা যাকে বলে mass appeal কম, cerebral appeal বেশি অর্থাৎ যা জনতার মনোরঞ্জন করবে কম বরং ভাবাবে বেশি তার জন্যে ওটিটি, মাল্টিপ্লেক্সই সেরা…

এবার আজকের দিনে এই দুই ঘরানার শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব এবং এটাই ভবিষ্যত।


Irin Islam
Irin Islam
564 Points

Popular Questions