ডিজিটাল মার্কেটিং কী?

1 Answers   9.9 K

Answered 2 years ago

যে কোনো পণ্য/দ্রব্য/বস্তুর বাজারে চাহিদা তৈরি করার জন্য বিভিন্নভাবে তার প্রচার করা যেতে পারে যেটাকে মার্কেটিং বলে।

কারণ আগে তো লোককে জানাতে হবে, তবেই সেই বস্তুর প্রতি চাহিদা বা আগ্রহ তৈরি হবে, তবেই তো কেউ সেটা কিনবে, তাই না?

রাস্তার ধারে হোর্ডিং লাগিয়ে, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে, pamphlet বিলি করে, এইসব উপায়েই এতকাল মার্কেটিং হতো কিন্তু এখন সবকিছুই ডিজিটাল।

ইন্টারনেটের মাধ্যমে আপনি বিভিন্ন উপায়েই মার্কেটিং করতে পারেন, অ্যাডস দিয়ে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আরো নানা ভাব।

মার্কেটিং এর মাধ্যম হিসেবে কোনো ডিজিটাল ডিভাইস ( মোবাইল, কম্পিউটার ইত্যাদি) ও ইন্টারনেট ব্যবহার করলেই সেটা হয়ে গেল ডিজিটাল মার্কেটিং।


Rocky Ahmed
Rocky Ahmed
516 Points

Popular Questions