Answered 2 years ago
ডার্ক ম্যাটার (dark matter) এমন এক পার্টিকল ( particle) যা আলোকে শোষণ করতে, বিকিরণ করতে, প্রতিফলন বা প্রতিসরণ করতে বা নির্গত করতে পারে না। এর ফলে এই সমস্ত বস্তুকে নির্ণয় (detect) করতে পারা যায় না। এই সমস্ত বস্তু ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমেও ধরা পড়ে না। এর ফলে এই সমস্ত বস্তুর কোনও প্রভাব সরাসরি নজরে আসে না।
Harun Khan publisher