ডার্ক ওয়েব কী?

1 Answers   7.7 K

Answered 2 years ago

ডার্ক ওয়েব হচ্ছে ইন্টারনেটের এক নিষিদ্ধ জগত । আপনি গুগলে সার্চ করলে যা যা পাবেন ডার্ক ওয়েবে তার চেয়ে বেশি তথ্য আছে! এখানে এমন সব ওয়েবসাইট আছে যেগুলো আপনি নর্মালি এক্সেস করতেই পারবেন না! এখন বলতে পারেন তাহলে কেনো এটা আপনি নর্মালি এক্সেস করতে পারেন না! এর কারণ হচ্ছে এখানে অনেক অবৈধ কাজ হয় । আপনি জেনে অবাক হবেন যে এখানে কিছু ওয়েবসাইটে খুনের অর্ডার দেওয়া হয় , কারো কিছু হ্যাক করার অর্ডার দেওয়া হয় , অপেনলি ড্রাগ বিক্রি হয়! এছাড়া আরোও অনেক কিছুই হয়! এসব কিছু কোনো দেশের সিকিউরিটিকে দুর্বল করে দিবে! এখন আপনি এটাও বলতে পারেন যে এসব ওয়েবসাইট কেনো ব্যান করা হয় না! সত্যি বলতে পুরো ডার্ক ওয়েবটাই ধরতে গেলে হিডেন! আর ডার্ক ওয়েবের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর নামও নর্মাল নামের মতো না! এসব ওয়েবসাইটের নাম আপনি মনে রাখতে পারবেন না! আর এটা ইউজ করতে গেলে অনেক কিছু জানতে হয়! এসব ওয়েবসাইটে এক্সেস করতে হলে আপনাকে টর ব্রাউজার ইউজার হতে হবে! এটা এমনই এক ব্রাউজার যেটা প্রতিনিয়ত আপনার আসল এড্রেস লুকিয়ে ফেলে! ফলে আপনার লোকেশন ট্র্যাক করাটা খুবই ঝামেলার কাজ! আর এই এনক্রিপশন ম্যাথড কাজে লাগিয়েই ডার্ক ওয়েবে প্রবেশ করতে হয় যেটা আমাদের তথাকথিত নর্মাল ব্রাউজার পারে না!

Liza Khatun
liza
408 Points

Popular Questions