ডাউন পাইপ কী? এটি কেন, কীভাবে বাড়িতে দেওয়া হয়?

1 Answers   12.7 K

Answered 2 years ago

১২৪০ শতকে টাওয়ার অফ লন্ডনে সর্বপ্রথম ডাউন-পাইপ ব্যাবহার করা হলেও আমাদের অনেকের কাছেই এখনো এটা অচেনা।


সাধারনত ফ্ল্যাট রুফে বৃষ্টির পানি ফ্রি ভাবেই পড়তে দেখি । তবে পিছ-রুফ (দো-চালা) বিল্ডিং এর পানি ধরার জন্যে গাটার এবং ডাউন-পাইপ দেওয়া হয়।


তবে কিছু কিছু ফ্ল্যাট রুফ বিল্ডিং এর ক্ষেত্রেও বৃষ্টির পানি নিয়ন্ত্রিত ভাবে সরাসরি ড্রেনে ফেলা হয়। আর এজন্যে ব্যাবহার করা হয় ওয়াটার ফলিং সিস্টেম ।


সাধারনত ছাদের বৃষ্টির পানি অপসারণ ও বিল্ডিং আর্কিটেকচারাল সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক বিল্ডিং এ ধরনের ওয়াটার ফলিং সিস্টেম করা হয় ডাউন পাইপের মাধ্যমে(ছবির মত)। ‍


ডাউন_পাইপ কি -


সাধারনত বিল্ডিং এর ছাদের পানি সরাসরি ড্রেন কিংবা sewer পাইপের সাথে সংযুক্ত করার জন্য ডাউন-পাইপ ব্যাবহার করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ডাউন পাইপ মাটিতে উম্মুক্ত রাখা হয় ,যাতে করে পানি সরাসরি গ্রাউন্ডে চলে যায় ।


ছবি তে নিচের দিকে ওপেন যে অংশ টা দেখছেন সেটা ডাউন-পাইপ/ ডাউন স্পাউট/ ড্রেইন স্পাউট/ রুফ ড্রেইন পাইপ নামে পরিচিত। অনেকটা কলামের মত করে কাভারিং করা হলেও এটার ভিতরে সাধারন পাইপ আর উপরে শুধুমাত্র কাভারিং ।


কেন-


> বিল্ডিং এর আর্কিটেকচারাল ভিউ


> পানির ফ্রি-ফল রোধ করা


> বিল্ডিং এর ফাউন্ডেশন সয়েল এর সেচুরেশন থেকে রক্ষা করা


>স্টিল স্ট্রাকচার কে দীর্ঘায়ু করা (স্টিল বিল্ডিং এ অবশ্যই ব্যাবহার করতে হয় )


> রেইন হার্ভেস্টিং


.ব্যাবহারে_সতর্কতা-


> পাইপ ভেঙ্গে যাওয়ার সম্ভবনা থাকে , করোশন হতে পারে এজন্যে মেন্টেইন্যান্স দরকার


> তাপমাত্রা বৃদ্ধি কিংবা আগুনে নস্ট হয়ে যায়


> পাইপের ব্র্যাকেট মেন্টেইন্যান্স করতে হয়


>পাইপ ডাস্টের কারনে ব্লক হয়ে যেতে পারে


.ছবি ;সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তন,কিশোরগঞ্জ

Surdha Suraiya
surdhasuraiya
192 Points

Popular Questions