Answered 2 years ago
ডাইনোসর বিলুপ্ত হওয়ার কারন কী ছিল?
উত্তর:- এই বিষয়ে আমার নিজস্ব ধারণা এবং বৈজ্ঞানিকদের ব্যাখ্যা দুটোই বলবো।
বৈজ্ঞানিকরা ডাইনোসর এর বিলুপ্ত হবার কারণ সম্পর্কে যে ঘটনাটি উল্লেখ করেন তা হলো কোন বিরাট উল্কাপিন্ড এর পতন ।
এই মত অনুসারে উল্কাপিন্ড এর পতনের কারনে সৃষ্ট অগ্নুৎপাত ও ক্ষতিকারক রশ্মি এর তাপে ডাইনোসোরেরা মারা যায়।
এই উল্কাপাত থেকে উৎপন্ন বিশাল পরিমাণ ধূলিকণা সারা আকাশ ছেয়ে যায় এবং তা কয়েক বৎসর ব্যাপী আকাশের সূর্য কিরণ ঢেকে রাখে। ফলে অন্ধকারে তারা খাদ্য শিকার ইত্যাদি করতে না পেরে মারা যান।
উপরোক্ত বৈজ্ঞানিক ব্যাখ্যাটি এখন পর্যন্ত চলে আসছে। কিন্তু উল্লেখিত ঐ উল্কাপিন্ড যেখানে পতন হয়েছে সেখানে বিরাট গর্ত থাকার কথা। কিন্তু এর পতনের স্থান এখনো খুঁজে পাওয়া যায় নি।
তাছাড়া ঐ বিরাট আয়তনের উল্কাপিন্ড পতনের সময় পৃথিবীর বায়ুমন্ডলের সংঘর্ষে টুকরো টুকরো হয়ে গেলে ও এর বিরাট একটা টুকরো পৃথিবীতে বিস্ফোরণ হয়ে ক্ষতিকারক রশ্মি বের হবার কথা।
এবং ঐ টুকরো গুলির কোন কোনটি এখন ও পৃথিবীতে ছড়িয়ে থাকার কথা । কিন্তু এই ধরনের টুকরো পাওয়া যায় নি।
তাছাড়া উল্লেখিত বিরাট উল্কাপিন্ড এর আঘাতে পৃথিবীর গতিপথ সামান্যতম ও পরিবর্তন হবার কথা, কিন্তু এই বিষয়ে কোন সিদ্ধান্ত দেখা যায় না।
তাই অন্য কোন বিকল্প কারণ না থাকায় ঐ অনুমানটি এখনো পর্যন্ত চলে আসছে।
এবার আমি আমার নিজস্ব অনুমান ব্যাক্ত করছি।
আজ থেকে দুইশত তিনশত মিলিয়ন বৎসর আগে পৃথিবীর ভূঅভ্যন্তরে একাধিক বিভিন্ন প্লেইট এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে পৃথিবীতে একসাথে অনেকগুলো আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটে।
এই আগ্নেয়গিরির আগুন এবং ধোঁয়া বায়ুমন্ডলের অক্সিজেন ব্যালেন্স বিনষ্ট করে ফেলে। ফলে অক্সিজেন এর ঘাটতি থেকে ডাইনোসর এর মৃত্যু ঘটে।
অর্থাৎ "অক্সিজেন ব্যালেন্স বিনষ্ট হবার কারণে ডাইনোসর এর বিলুপ্তি ঘটে"।
হয়তো সমুদ্র তলদেশে আগ্নেয়গিরির বিষ্ফোরণ এর কারনে সুনামি সৃষ্টি হয় এবং এতে পৃথিবীর কোন কোন অংশের ডাইনোসর জলে ডুবে মারা যায়। এটা কিন্তু আংশিক ডাইনোসর মৃত্যুর কারণ হতে পারে। এটা ডাইনোসর সম্পুর্ন বিলুপ্ত হবার কারণ হতে পারে না।
তাই একমাত্র "অক্সিজেন ব্যালেন্স বিনষ্ট হবার কারনে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়েছে" নিশ্চয়ই।
xshektonmoyx publisher