Answered 1 year ago
প্রো রেস্লিং আর ডব্লিউডব্লিউই ( wwe) উভয় ই পাতানো…এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে দর্শক দের বিনোদন দেয়া। wwe
এর ম্যাচ গুলো খুব সফট হয় এবং স্ক্রিপ্ট বেশি থাকে অন্যদিকে প্রো রেসলিং
এর ম্যাচ গুলো হয় হার্ডকোর। হার্ডকোর হওয়ার কারনে ধীরে ধীরে মানুষ প্রো
রেসলিং এর প্রতি আকৃষ্ট হচ্ছে। তবে
হ্যা, এর পুরোটা ই পাতানো বা স্ক্রিপ্টেট। একটি ম্যাচ এ পারফর্ম করার আগে
তারা প্রচুর প্রাকটিস করে এবং..সে অনুযায়ী রিং এ পারফর্ম করে। অনেক সময়
বিভিন্ন ধরনের অস্ত্র ও ব্যাবহার করতে দেখা যায়... যার মধ্যে সবচেয়ে বেশী
ব্যাবহৃত হয়, টেবিল আর চেয়ার। এই টেবিল খুব ই পাতলা কাঠ দিয়ে বানানো হয় যা
সহজেই ভেঙে যায়। আর চেয়ার গুলো বানানো হয় খুব ই পাতলা ধাতু দিয়ে যার শব্দ
বেশি হয় কিন্তু আঘাত কম হয়। অনেক
সময় রেসলার দের শরীর কিংবা মাথা ফেটে রক্ত বের হতে দেখা যায় ... এক্ষেত্রে
অনেক রেসলার রক্ত বের করার জন্য নিজেই নিজের কপাল ব্লেড দিয়ে কেটে ফেলেন।
তবে বর্তমানে wwe তে বিকল্প হিসেবে ব্লাড ক্যাপ্সুল ব্যাবহার করা হয়।
Hurairafaika publisher