ট্রেনে যাত্রার সময় এমন কোনো ঘটনা কি আপনার মনে আছে যা আজও ভুলতে পারেননি?
0
0
1 Answers
8.7 K
0
Answered
1 year ago
হুম এরকম হয়েছে আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল যেটা এখনো আমার স্মৃতিতে আছে তবে খুব একটা ভয়ঙ্কর নয়,
বেশ হাসিও পায় মাঝে মাঝে সেই ঘটনা মনে পড়ে গেলে ।আজ সেই ঘটনায় আমি শেয়ার করলাম এখানে।
একটা অনুষ্ঠানে বোম্বে যাচ্ছিলাম ফ্যামিলির সবাই মিলে মহারাষ্টে আমাদের আত্মীয়র বাড়ি। তো সেই ট্রেনে যেই সিটে আমি ছিলাম ,আমার সিটে আমি কিছুটা পা ভাঁজ করে শুয়ে ছিলাম ঘুমিয়ে ছিলাম ।
রাত্রে বেলা হঠাৎ কতগুলো প্যাসেঞ্জার ট্রেনে উঠে পড়ে আমাকে যেন ওরা কিছু একটা বলছিল হয়তো বেগ রাখার কথা।আমি ঘুমের ঘোরে "হু" করে দিই বুঝতে পারিনি ।তারপর ওদের দু তিনটে ব্যাগ আমার সিটে রেখে দেয় তারপর প্রায় সকাল পর্যন্ত আমি আর পা টা সোজা করে মিলতে পারিনি। ওদের কে বলেও ওরা কথা গুলো গ্রায্যই করেনি । ওরা ওটা দখল করে নিয়েছিল প্রায় জায়গাটা। এইরকম অস্বস্থিকর পরিস্থিতি হবে ভাবতেই পারিনি।
এই প্রশ্নের আমার অভিজ্ঞত্যা অনুযায়ী উত্তর টা দেওয়ার চেষ্টা করলাম।
arifa25 publisher