ট্রাক অথবা লরির পিছনে ছড়া লেখা থাকে। এই প্রথার ইতিহাস কী?

1 Answers   10.9 K

Answered 2 years ago

জানতে চেয়েছেন, "শ্রীময়ী চক্রবর্তী"।

যদি ও ট্রাক, বাস, অটোরিক্সা এমন কি সাইকেল রিকশার পেছনে ও বিভিন্নরকম উক্তি, বাণী, ছড়া, আমরা দেখতে অভ্যস্ত, তবে কবে থেকে এটা চালু হয়েছে, সে ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য সুত্র নেই।

শোনা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এটা শুরু হয়। সেসময় পণ্য পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো ট্রাক বা লরি। যেহেতু তখন গাড়ী চলাচলের জন্য পাকা রাস্তা, এখনকার মতো অত চওড়া ছিলো না এবং রাস্তায় একটির বেশী ট্রাক পাশাপাশি চলার সুবিধে ছিলো না, সেজন্য ওভারটেক করা বা একটি গাড়ীর পেছনে দ্রুতবেগে অন্য গাড়ী এসে ধাক্কা মারার কারণে, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতেই, এটা চালু হয়।

সেসময়, ট্রাকের পেছনে লেখা থাকতো, OK। এই OK লিখে বুঝানো হতো, (On Kerosene)। অর্থাত্‍ গাড়ীতে কেরোসিন তেল (দাহ্য পদার্থ) আছে। সেজন্য, পেছনের গাড়ী যাতে নিরাপদ দূরত্ব বজায় রাখে। ট্রাকে, কেরোসিন বা কোনো দাহ্য পদার্থ না থাকলেও, শুধু দুর্ঘটনা এড়ানোর সতর্কমূলক ব্যবস্থা হিসেবেই, এই OK লেখা থাকতো।

পরবর্তী সময়ে, এটা একটা অলিখিত নিয়মের মতোই চালু হয়ে যায়। OK থেকে "Horn Please OK" বা "Keep Safe Distance" বা "Use Dipper at Night", "Mera Bharat Mahan" আরো নানারকম বিচিত্র সব বাক্য বিন্যাস চালু হয়ে গেলো। নতুন ট্রাক বা বাসের বডি রং করার সময়ই, পেছনে কী লেখা হবে, সেটা ঠিক হয়ে যায়। যাঁরা এসব বডি পেইন্টিং এর কাজ করেন, তাঁদের ওখানেই নানারকম উক্তির, রীতিমত ক্যাটালগ থাকে দেখেছি। আবার নিজের পছন্দমতো কিছুও লিখিয়ে নেয়া যায়। বেশীরভাগ সময়ে, ন্যাশন্যাল হাইওয়েতেই ট্রাকগুলির পেছনে এরকম দেখা যায়।

যদি ও ট্রাক বা বাসের পেছনে এসব লেখার মুখ্য উদ্দেশ্য, পেছনে থাকা গাড়ীকে সতর্ক করা এবং সম্ভাব্য দুর্ঘটনাকে এড়িয়ে যাওয়া, তথাপি এসব লেখার সুত্রেই হয়ে যায় নানারকম অনুভূতির সৃষ্টি। এসব লেখা,

হাসায়, মন ভালো করে দেয়,


Asban Khan
asbankhan
357 Points

Popular Questions