ট্যাপের পানি বোতলে কত দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে ?

1 Answers   4.9 K

Answered 2 years ago

প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে, বোতলের গঠনের কথা বলতে চাই। Glass Bottle না Plastic Bottle ?

Glass বোতলের জল আনেক দিন ধরে রাখতে পারেন।তাতে বিশেষ ক্ষতিকর প্রভাব পড়বে না।। কিন্তু প্ল্যসটিক বোতলের জন্য তার শ্রেণী বিভাগের জন্য জলের বিশেষ কিছু বিষক্রিয়া প্রভাব ফেলে, যা শরীরের জন্য উপযোগী নয়, বোতলের নিচে শ্রেণীর অনুপাতে ছাপ (code)দেয়া থাকে, তা বোতল ব‍্যবহারের উপযোগীতা নিশ্চিত করে, তাই সঠিক তথ্য নিশ্চিত করে ব‍্যবহার করতে হবে। শ্রেণীর ছবি পাঠালাম। ধন্যবাদ।

aminaforid
aminaforid
435 Points

Popular Questions