টেলিটক সিমে ইন্টারনেট ব্যবহারের জন্য, বর্ণমালা ভালো হবে নাক, শতবর্ষ প্যাকেজ ভালো হবে?

1 Answers   4.6 K

Answered 2 years ago

প্রিপেইড সিমে টাকা রিচার্জ করে করে কথা বলতে হয় আর পোস্টপেইডে ইচ্ছামতো* কথা বলে এরপর বিল দিতে হয়।

ইচ্ছামতো এ একটা * দিলাম করণ এটা নির্ভর করবে আপনার ব্যবহারের লিমিট সর্বোচ্চ কতো টাকা। পোস্টপেইড সিম কেনার সময় একটা ক্রেডিট লিমিট আপনাকে কিনে নিতে হবে। ধরুন আপনি ৮০০টাকার ক্রেডিট লিমিট নিলেন, এখন আপনি কল করে বা ইন্টারনেট ব্যবহার করে যতক্ষণ না ৮০০টাকার বেশি খরচ করছেন ততক্ষণ ব্যবহার চালিয়ে যেতে পারবেন। যখন ৮০০ টাকার কাছাকাছি যাবেন তখন আপনাকে রিচার্জ করতে হবে। রিচার্জ এর পরিমাণ হতে পারে আপনি ওই মাসে যত টাকা খরচ করেছেন সেটা অথবা যেকোনো একটা অংক (সাধারণত তিন অংক হলে ভালো)। এতে আপনি আরো কিছুদিন ব্যবহার করতে পারবেন লিমিট শেষ হবার আগে পর্যন্ত।

এবার আসি সুবিধা-অসুবিধার ব্যাপারে। পোস্টপেইডে সুবিধা হচ্ছে আপনি ইচ্ছামতো নাম্বার বানিয়ে নিতে পারবেন, ব্যালেন্স শেষ এর চিন্তা কম প্রিপেইডের তুলনায় আর কাস্টমার কল সার্ভিস পাবেন বেস্ট লেভেলের। তবে অসুবিধা হচ্ছে এর ইন্টারনেট প্যাক বা কল অফার প্রিপেইডের মতো এত রকমারি না। এর কলরেট খারাপ না, তবে প্রিপেইডে অনেক অনেক অফার দেয়া হয় যা পোস্টপেইডে পাবেন না।


Abdul ALi
abdulalii
304 Points

Popular Questions