টেন মিনিট স্কুলের ১,৯০০ টাকার অফিস কোর্সটা (এম এস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অ্যাকসেস) কেমন?

1 Answers   5.4 K

Answered 2 years ago

১০ মিনিট স্কুলে অনেক কোর্স আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোর্স গুলো তবে আমার জনামাতে এমন কেউ নেই যারা ১০ মিনিট স্কুল থেকে কোনো কোর্স করেছেন। বা কোর্স করে ফ্রিল্যান্সিং করছেন এমন কারো সাথে আমার পরিচয় নেই।

যাই হোক ১০ মিনিট স্কুল সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাইনা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস শেখার জন্য টাকা খরচ করা একদমই বোকামি, কেননা ইউটিউবে অনেক চ্যানেল আছে যেগুলোতে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল নিয়ে অনেক ভিডিও আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিছু চ্যানেল হচ্ছে tanvir academy, rayhan tanjim, basic it academy এই চ্যানেল গুলোতে মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলের সিরিজ ভিডিও আছে যেগুলো আলাদা প্লেলিষ্ট করে রাখা হয়েছে।

আমি আশা করি আপনি ইউটিউবের সাহায্যেই মাইক্রোসফট অফিস শিখতে পারবেন, তাছাড়া মাইক্রোসফট অফিস এমন কোনো কঠিক কাজ না যেটার জন্য কোর্স করতে হবে। তবে হ্যাঁ আপনি যদি ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং অথবা ব্লগিং শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই কোর্স করতে হবে।

Mimi Islam
mimiislam
300 Points

Popular Questions