টিনেজ কাউকে ভালো লাগলে কী করা উচিত?

1 Answers   4.7 K

Answered 2 years ago

আপনি যদি খুব সাবধানেই একজন মানুষ হন তাহলে অপেক্ষা করবেন। টিনেজের আবেগ অনেক সময় জীবনে ইমম্যাচিওর ডিসিশন নিতে বাধ্য করে। আর ওই অপরিণত সিদ্ধান্ত অনেককে সারা জীবন বয়ে বেড়াতে হয়। যদিও কারো কারো ক্ষেত্রে তার ঐ সিদ্ধান্ত তার লাইফে ক্লিক করে গেলে তখন তার মনে হয় ভাগ্যিস সিদ্ধান্ত টা নিয়েছিলাম আমার চেষ্টা ঠিক ছিল তাই আমার লাইফ এত এনজয়বল হয়েছে। কিন্তু একই সঙ্গে এর উল্টেও কিন্তু ঘটতে পারে ।সেজন্য ভালোবাসার প্রতি সম্পূর্ণ আস্থা এবং শ্রদ্ধা রেখেই বলছি যে টিন এজের প্যাশন এবং ইমোশন অনেক সময় কিন্তু লজিক থেকে অনেক দূর পথে হাঁটতে পছন্দ করে।

Baby Naznin
babynaznin
565 Points

Popular Questions