টিকটিকির লেজটা পড়ে যাওয়ার পরে অনেক্ষন লাফায় কেন?

1 Answers   14.4 K

Answered 2 years ago

আপনি যদি কোন টিকটিকি ধরতে যান বা কোন টিকটিকিকে মারেন তখন দেখবেন লেজটা রেখে পালানোর চেষ্টা করে এবং পালানোর পর লেজটা জীবন্ত প্রানীর মত লাফাচ্ছে। লেজ রেখে শত্রুকে ধোকা দিয়ে পালানোর চেষ্টা করাকে বলা হয় Caudal Autotomy.লেজের এইভাবে নড়াচড়ার কারণ হচ্ছে লেজে সৃষ্ট কিছু নার্ভ ইম্পালস যেটা লেজের পেশীকে নড়াচড়ার সংকেত দেয়।বিচ্ছিন্ন লেজ জীবন্ত প্রাণীর মত লাফাতে থাকে ফলে শিকারীর দৃষ্টি লেজের দিকে থাকে আর এই সুযোগে টিকটিকি পালিয়ে যায়।


Joti Khantun
jotikhatun
239 Points

Popular Questions