আপনি এখানে উল্লেখ করেন নি যে টিকটিক আইডি ডিলিট করবেন না ভিডিও ডিলিট করবেন? আমি আইডি ডিলিট করা দেখালাম।আর আইডি না থাকলে তো ভিডিও থাকার প্রশ্নই ওঠে না।
১. প্রথম এ অ্যাপটা ওপেন করুন। নিচে ডানের দিকে প্রোফাইল অপশনে ক্লিক করুন। প্রথম স্ক্রিনশট
২। সেটিং এন্ড প্রাইভেসি তে ক্লিক করুন
৩। ম্যানেজ অ্যাকাউন্টে এ ক্লিক করুন।
৪। এবার নিচের দিকে দেখেন ডিলিট অপশন আছে। ঐটাই ক্লিক করুন।
এবার কেন টিকটক ছেড়ে চলে যেতে চান সেটা উল্লেখ করুন।না করলেও সমস্যা নেই।স্কিপ করুন।এর পরের এগ্রি অপশনে ক্লিক করে ডিলিট করে দিন।
ujjolahmed publisher