টিউশনিতে গেলে যখন দরজা নক করি ভেতর থেকে যদি "কে" এই প্রশ্নটি করে তাহলে এর উত্তর কী দেয়া যায়? বেশিরভাগ সময়ই এরকম হয়?
13
0
1 Answers
12.6 K
0
Answered
2 years ago
বর্তমানে অনেক বাসাবাড়িতেই সদর দরজায় looking glass লাগানো থাকে। সেটির সদ্ব্যবহার করা হয়ে থাকলে পরিচিত মানুষ দেখলে "কে?" বলাটা বাহুল্য দোষ। এতে করে looking glass লাগানোর সার্থকতা হারায়। তারপরেও এরকম পরিস্থিতি আসলে বলতে পারেন, "আমি অমুকের তমুকের টিউটর।" আপনার নামও বলতে পারেন।
chamok publisher