টারবাইন কী?

1 Answers   13.2 K

Answered 2 years ago

সোজা বাংলা ভাষায় টারবাইন হলো ফ্যান বা চাকার মত আকৃতি। চাকা ঘুরে এক শক্তিকে যদি আরেক শক্তিতে রূপান্তরিত করে তাহলে এর নাম টারবাইন। এখন নানা ধরনের টারবাইন আছে, আর এদের কাজও একটু জটিল। আপনি যদি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে যান, তাহলে সচক্ষে টারবাইন দেখে আসতে পারবেন। তখন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। উল্লেখ্য কাপ্তাই কেন্দ্রে একেকটা টারবাইনের পাখা আপনার আমার থেকেও বিশাল বড়। দেখলে বুঝতে পারবেন।


Arif Khondokar
Arif Khondokar
601 Points

Popular Questions