Answered 2 years ago
আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!
প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ।
১৪০০ বছর আগের কথা
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ الْأَعْمَشُ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُسْهِرٍ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " ثَلَاثَةٌ لَا يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ: الَّذِي لَا يُعْطِي شَيْئًا إِلَّا مَنَّهُ، وَالْمُسْبِلُ إِزَارَهُ، وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْكَذِبِ "
আবু যর (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত: তিনি বলেন রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন যে, তিন প্রকার লোক আছে, যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না; আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো, যে ব্যক্তি কিছু দান করে তার খোঁটা দেয়, আর যে ব্যক্তি পরিধেয় বস্ত্র টাখনুর নিচে ঝুলিয়ে রাখে, আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে মাল চালায়।
↪️সুনানে আন-নাসায়ী, হাদিস নং: ৪৪৫৯
↪️হাদিসের মান: সহিহ হাদীস
আর বিজ্ঞান কেবল বলছেন, পুরুষের টাখনুর ভিতর প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে, তাহলে তার যৌনশক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে।
মৃত্যুশয্যায় উপদেশ: 😭
ইতোমধ্যে এক যুবক এসে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করল। বলল, আমীরুল মুমিনীন! সুসংবাদ গ্রহণ করুন। আপনি রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহচর্য পেয়েছেন। তারপর শাসক নিযুক্ত হয়ে ইনসাফ করেছেন। এরপর শাহাদত।
যুবকের কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শাসনের ক্ষেএে গুনাহ আর নেকী না হয়ে কোন রকমে পার হয়ে যেতে পারলেই যথেষ্ট।
এরপর যুবক ফিরে যেতে লাগল। তখন তার পরনের লুঙ্গি মাটি স্পর্শ করছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবককে আমার কাছে ফিরিয়ে আনো।
যুবক ফিরে এল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে উপদেশ দিয়ে বললেন, ভাতিজা! তোমার কাপড় উঁচু করে পরো। এতে তোমার কাপড়ও পরিষ্কার থাকবে; তোমার রবও খুশি হবেন।
ব্যথা তীব্র হতে লাগল হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর। যন্ত্রণায় ক্লিষ্ট হতে লাগলেন তিঁনি। অচেতন হয়ে পড়লেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্বা যখন অচেতন হয়ে পড়লেন, তখন তাঁর মাথা উঠিয়ে নিজের কোলের মধ্যে রাখলাম। আচানক তাঁর চেতনা ফিরে এলো। তিঁনি বললেন, আমার মাথা মাটির উপর রাখে।
এরপর তিঁনি আবার অচেতন হয়ে গেলেন। আবার চেতনা ফিরে এলো। তখনও তাঁর মাথা ছিল আমার কোলে। তিনি বললেন, আমার মাথা মাটিতে রাখো।
আমি বললাম, আব্বা! আমার কোল আর মাটি কি কাছাকাছি নয়?
তিনি বললেন, আমার মাথা মাটিতে ছেড়ে দাও। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা হয়তাে আমার প্রতি দয়া করবেন। যখন আমার মৃত্যু হয়ে যাবে, তখন আমাকে তাড়াতাড়ি কবর দিয়ে দিয়াে। কেননা, সামনে যদি আমার কল্যাণ থাকে, তাহলে তাড়াতাড়ি আমাকে সেখানে পৌঁছে দিবে। আর যদি অকল্যাণ থাকে, তাহলে আমাকে তােমাদের কাঁধ থেকে দ্রুত নামিয়ে দেওয়াই ভালাে।
এরপর তিনি বললেন, সর্বনাশ উমরের! সর্বনাশ তার মায়ের! যদি তাঁকে মাফ করে দেওয়া না হয়।
কিছুক্ষণ পর জাঁকান্দানী শুরু হল। তীব্র হল যন্ত্রণা। এরপর তিনি মারা গেলেন। 😭
এখন একটু ভাবুন!
আমি যখন ঘটনাটি পড়েছিলাম, তখন কেঁদে😭ফেলেছিলাম।
aminaforid publisher